রাজশাহীতে চামড়া শিল্প পার্ক দ্রুত গড়ে তোলার আশ্বাস শিল্পমন্ত্রীর
রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দ্রুত বাস্তবায়নে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠক করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার শিল্পমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিষয়টি নিয়ে বিসিক চেয়ারম্যানেরও সঙ্গেও বৈঠক করেন মেয়র লিটন।
বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিল্পমন্ত্রী রাজশাহীর শিল্পায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এরই মাধ্যমে রাজশাহীতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোলো।
সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলা অন্যতম একটি প্রতিশ্রুতি। চামড়া শিল্প পার্ক গড়ে উঠলে উত্তরাঞ্চলের চামড়া কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সৃষ্টি হবে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ। এর মাধ্যমে দূর হবে এ অঞ্চলের বেকারত্ব।
এদিকে শিল্পমন্ত্রীর পরামর্শক্রমে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার কাজ এগিয়ে নিতে বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) ভবনে বিসিক চেয়ারম্যান মোশ্তাক হাসানের সাথে বৈঠক করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় বিসিক এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল মান্নানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্রঃ পদ্মা টাইমস২৪
0 Comments