Image
1 year ago 0 comments

রাজশাহীতে আয়কর মেলা শুরু ১৪ নভেম্বর

রাজশাহী কর অঞ্চলে প্রতিবছর কর দাতার সংখ্যা বাড়ছে। কর দাতাদের সুবিধার্থে আগামী ১৪ নভেম্বর থেকে রাজশাহীতে সপ্তাহব্যাপী ‘আয়কর মেলা ২০১৯’ শুরু হচ্ছে। হেলেনাবাদ কর ভবন অফিস চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

এছাড়া সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হবে। কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে সাতটি ক্যাটাগরিতে রাজশাহী সিটি করপোরেশনসহ রাজশাহী, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলাসমূহের ৪২ জন সেরা করদাতাকে এই সম্মননা প্রদান করা হবে।

 মঙ্গলবার দুপুরে রাজশাহী কর কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম। তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর ২০১৯-২০ অর্থ বছরের কর পরিশোধের শেষ তারিখ। নাগরিকদের সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই কর দাতারা স্বতস্ফূর্তভাবে মেলায় অংশ নিচ্ছেন এবং সেবাগ্রহণ করছেন। এই মেলার মাধ্যমে মানুষের কর ভীতি কমেছে।

 রাজশাহী অঞ্চলে করদাতা বা টিন নম্বর গ্রহীতার সংখ্যার পাশাপাশি কর আদায়ের পরিমাণ বাড়ছে উল্লেখ করে কর কমিশানর জানান, গত বছর ২০১৮-১৯ অর্থ বছরে রাজশাহী কর অঞ্চল মোট ৭৪১ কোটি টাকা কর আদায় করা হয়েছে। এসময়ে এক লাখ ২০ হাজার ৩২৯ জন করদাতা তাদের রিটার্ন দাখিল বা কর পরিশোধ করেন। এই অর্থবছরে রাজশাহী অঞ্চলে মোট টিন নম্বর (ইটিআইএন) গ্রহীতার সংখ্যা ছিলো দুই লাখ ২৯ হাজার ৭২৬জন। অর্থছরটিতে কর মেলা থেকে সাড়ে ১৫ কোটি টাকর বেশি কর আদায় করা হয়। মেলায় ৬৬ হাজার ১৩৬জন মানুষকে সংশ্লিষ্ট সেবা প্রদান করা হয়। 

 রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম আরও জানান, রাজশাহীতে আগামী ১৪ নভেম্বর সকাল নয়টায় মেলার উদ্বোধন করা হবে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলায় আয়কর রিটার্ন দাখিল, ইটিআইএন রেজিস্ট্রেশন, নতুন করদাতাদের ইটিআইএন সার্টিফিকেট প্রদান, আয়কর অধিক্ষেত্র জানা, আয়কর রিটার্ণ ফরম পুরণে সহযোগিতা, মেলা প্রাঙ্গনে অবস্থিত ব্যাংক বুথে আয়কর জমা এবং মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও করদাতাদের সহযোগিতাসহ কর সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট নাগরিকদের সহযোগিতা করা হবে।

 এছাড়া নওগাঁ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলাসমূহে আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর চারদিন এবং ঈশ্বরর্দী, ভনানীগঞ্জ, মহাদেবপুর ও সিংড়ার সংশ্লিষ্ট স্থানসমূহে ১৭ ও ১৮ নভেম্বর দুইদিন  আয়কর মেলা অনুষ্ঠিত হবে। 

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা, জাফর ইমাম, উপ কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান, জাহাঙ্গীর আলমসহ অন্যরা।


Source: bd-pratidin

Post

নগরীতে নির্মিত হচ্ছে আধুনিক কসাইখানা

2 years ago

রাজশাহীকে দূষণমুক্ত রাখতে দরকার আধুনিক কসাইখানা নির্মাণ করা। ইতিমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীতে একটি আধুনিক কসাইখানা নির্মাণের উদ্যেগ গ্রহণ ক [...]

Post

রাজশাহীতে চামড়া শিল্প পার্ক দ্রুত গড়ে তোলার আশ্বাস শিল্পমন্ত্রীর

2 years ago

রাজশাহীতে চামড়া শিল্প পার্ক গড়ে তোলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা দ্রুত বাস্তবায়নে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে ব [...]

Post

রাজশাহীতে হচ্ছে আন্তর্জাতিক নৌবন্দর

2 years ago

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়াতে রাজশাহীতে হবে আন্তর্জাতিক নৌবন্দর। নৌবন্দর স্থাপনের জন্য একটি গভীর চ্যানেল তৈরি করতে শীঘ্রই পদ্মা নদী খনন করে নাব [...]

মন্তব্য করুন